আজ নতুন বাংলাদেশের রূপরেখা দেবে এনসিপি

কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ

| রবিবার , ৩ আগস্ট, ২০২৫ at ৮:৩৭ পূর্বাহ্ণ

গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে আজ কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এদিন ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা করবে দলটি। সমাবেশ উপলক্ষে গতকাল শনিবার এনসিপির বাংলামোটর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই পদযাত্রার মাধ্যমে আমরা দেশের নানা প্রান্তে গিয়েছি, মানুষের কথা শুনেছি। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই আগামীর বাংলাদেশের রূপরেখা ঘোষণা করা হবে। আগামীকাল (রোববার) বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। তিনি বলেন, গত বছরের ৩ আগস্ট শহিদ মিনার থেকেই আমরা সরকার পতনের দাবি তুলেছিলাম। আমরা বারবার বলেছি ফ্যাসিবাদবিরোধী লড়াই এখনো শেষ হয়নি। আমাদের রাষ্ট্রচিন্তার রূপরেখা সম্পন্ন করব এ কর্মসূচির মধ্য দিয়ে।

এনসিপি সূত্র জানিয়েছে, ইতোমধ্যে সমাবেশের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ সমাবেশকে বাস্তবায়নের জন্য ব্যাপক প্রচারপ্রচারণা চালাচ্ছেন নেতাকর্মীরা। শুরুতে শুধু ঢাকার জনশক্তির অংশগ্রহণের কথা থাকলেও দেশ গড়তে জুলাই পদযাত্রার স্পিরিটকে ধরে রাখতে সারা দেশের নেতাকর্মীদেরও সম্পৃক্ত করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধঅভিবাসনপ্রত্যাশী দুই বাংলাদেশির পক্ষে ইইউ আদালতের রায়, চটেছে ইতালি
পরবর্তী নিবন্ধশাহবাগে ছাত্রদলের সমাবেশ আজ