ওমানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের মরদেহ আজ শনিবার রাত ১০টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। আগামীকাল রোববার সন্দ্বীপের সাতজনের জানাজার নামাজ পূর্ব সন্দ্বীপ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানান, লাশবাহী ৭টি এম্বুলেন্স কুমিরা ঘাটে রাতে অবস্থান করে রোববার সকাল ৭টায় স্পিড বোটে সন্দ্বীপ যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সন্দ্বীপ থানার ওসির সাথে আলোচনা সাপেক্ষে জানাজা উপজেলা কমপ্লেঙ মাঠের পরিবর্তে পূর্ব সন্দ্বীপ হাই স্কুল (এনাম নাহার) মাঠে ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ৮ অক্টোবর ওমানে এ দুর্ঘটনা ঘটে।