আজ দুদকের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২১ নভেম্বর, ২০২৩ at ৮:০৭ পূর্বাহ্ণ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ, উত্তম চর্চার বিকাশ ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর মাধ্যমে ২০০৪ সালের ২১ নভেম্বর স্বাধীন দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি নিয়েছে দুদক প্রধান কার্যালয় ও জেলা কার্যালয়গুলো। দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম২ এর উপপরিচালক মো. আতিকুল আলম আজাদীকে বলেন, প্রধান কার্যালয়ের ন্যায় চট্টগ্রাম কার্যালয়েও নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরমধ্যে সকালে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন, শপথ ও আলোচনা সভা রয়েছে। দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম ১ এর উপপরিচালক নাজমুচ্ছায়াদাত বলেন, দুদক চট্টগ্রামের কনফারেন্স রুমে বিকাল তিনটায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সাথে আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ১৬টি প্রতিষ্ঠানে ৩৪ লক্ষ টাকা অনুদান
পরবর্তী নিবন্ধইউনূসের পক্ষে পরবর্তী যুক্তি উপস্থাপন ২৬ নভেম্বর