আহলে বায়তে রাসূল (সা.) স্মরণে প্রতি বছরের মতো দশদিনের শাহাদাতে কারবালা মাহফিল শুরু হচ্ছে আজ। নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদের প্লাজায় ৩৭ তম এ মাহফিল চলবে ৯ আগস্ট পর্যন্ত। মাহফিলে পবিত্র কোরান থেকে তেলওয়াত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মিশরের রাষ্ট্রিয় ক্বারী শায়খ আহমদ নায়না। আহলে বায়তে রাসূলের মান-মর্যাদা নিয়ে বিশ্ব বরেণ্য ইসলামিক স্কলার, পীর মাশায়েখগণ আলোচনা করবেন। প্রেস বিজ্ঞপ্তি।