ভাদ্রের শুরুতে যে ভ্যাপসা গরম শুরু হয়েছিল তা থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে আজ বুধবার থেকে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুয়ায়ী, এবারের ভাদ্রের শেষের দিনগুলোতে বৃষ্টি ঝরবে সারাদেশেই।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান গতকাল মঙ্গলবার বলেন, আগামীকাল (বুধবার) থেকে বৃষ্টি অনেকটা বাড়বে, এটা ৩/৪ দিন থাকবে। তখন গরম কমে যাবে–এমনিতেও আগের তুলনায় গত কয়েকদিন (গরম) কিছুটা কমেছে। খবর বিডিনিউজের।
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বুধবার (আজ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ২১ মিলিমিটার বৃষ্টি ঝরেছে ঢাকায়।