আজ জেএম সেন হলে ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম বিভাগীয় উৎসব শুরু

| বৃহস্পতিবার , ২৭ নভেম্বর, ২০২৫ at ৭:৪১ পূর্বাহ্ণ

ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্ম মহোৎসব চট্টগ্রাম বিভাগীয় উৎসব দু’দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যদিয়ে আজ থেকে জেএম সেন হল প্রাঙ্গণে শুরু হবে। কর্মসূচির মধ্যে রয়েছেমাঙ্গলিক বেদপাঠ, ঊষাকীর্তন, সমবেত বিনতি প্রার্থনা, নামজপ ও ঠাকুরের আশীষবাণীসহ অমিয় গ্রন্থাদি পাঠ, নামসংকীর্তন, প্রতিযোগিতা, চিকিৎসক সম্মেলন, মাতৃসম্মেলন, প্রসাদ বিতরণ, ছড়াগানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, ধর্মীয় আলোচনা সভা, সান্ধ্যকালীন বিনতি প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশের প্রখ্যাত শিল্পীর একক পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রতিটি পর্বে সকলকে উপস্থিত থাকার জন্য উৎসব উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র আচার্য, সাধারণ সম্পাদক অজয় কুমার ধর ও উৎসবের প্রধান সমন্বয়কারী তাপস কুমার নন্দী অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, মালাক্কার কাছে ঘূর্ণিঝড় ‘শেন-ইয়ার’
পরবর্তী নিবন্ধজেলা প্রশাসকের সাথে আশেকানে মোস্তফা ট্রাস্টের মতবিনিময়