আজ ছুটির দিনেও খোলা থাকবে চট্টগ্রাম কাস্টমস

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৭ আগস্ট, ২০২৪ at ৬:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কাস্টম হাউস আজ ছুটির দিনেও খোলা থাকবে। আমদানি রপ্তানিকারকদের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে চট্টগ্রাম কাস্টমস কমিশনারের পক্ষে উপকমিশনার ইমাম গাজ্জালী স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়। তবে ব্যবসায়ীরা বলছেন, কাস্টমস খোলা থাকলেও যেহেতু ব্যাংক বন্ধ থাকবে, তাই এতে ব্যবসায়ীদের বিশেষ কোনো সুবিধা হবে না। কারণ শুল্ক পরিশোধ করতে না পারলে পণ্য খালাস করা যাবে না।

জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার ইমাম গাজ্জালী আজাদীকে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী কাস্টমস খোলা হচ্ছে। যাতে আমাদের অনিষ্পন্ন কাজ এগিয়ে নেয়া যায়। আমাদের কাছে যারা আসবেন, আমরা তাদের সেবা দিতে প্রস্তুত।

চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানি রিগ্যান বলেন, ব্যাংক বন্ধ থাকলে কাস্টম হাউস খোলা রেখে আমরা লাভবান হব না। কারণ চট্টগ্রাম বন্দরে এখন প্রতিদিন ৭৮ হাজার কন্টেনার নামছে। শুল্ক পরিশোধ করতে না পারলে তো কন্টেনার জট আরো বাড়বে।

পূর্ববর্তী নিবন্ধজিডি ও টুকিটাকি মামলা রেকর্ডে চলছে পুলিশের কার্যক্রম
পরবর্তী নিবন্ধসাগরে লঘুচাপ ৩ নম্বর সতর্কতা সংকেত