স্বাধীনতা সংগ্রামের অগ্রনায়ক, এক দফার প্রবক্তা চট্টল শার্দুল এম এ আজিজের ৫১ তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আজ সকাল ৯টায় হালিশহরস্থ কবরে পুস্পার্ঘ্য অর্পণ, কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে সকাল থেকে পুস্পার্ঘ্য নিবেদন ও মাজার প্রাঙ্গণ আলােচনা সভা ও অন্যান্য অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।