আজ চট্টগ্রাম জেলা সিপিবির ত্রয়োদশ সম্মেলন

| শুক্রবার , ৫ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:৩২ পূর্বাহ্ণ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা শাখার ত্রয়োদশ সম্মেলনের আয়োজন করা হয়েছে। নগরীর চেরাগি চত্বরে আজ শুক্রবার সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ড. এম এম আকাশ। উদ্বোধনী সমাবেশের পর লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। উদ্বোধন অনুষ্ঠানে পার্টির সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ীসহ সমাজপ্রগতির লড়াইয়ের সহযোদ্ধাদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অধ্যাপক অশোক সাহা ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ জাহাঙ্গীর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাবেক এমপি দিদারের ৯৪৮ কোটি টাকা লেনদেন,মামলার পথে দুদক
পরবর্তী নিবন্ধআজ কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল