বেটউইনারের সাথে চুক্তির পর সাকিবকে নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছিল তা শেষ হয়ে গেছে গতকালই। ফলে এশিয়া কাপের দল ঘোষনায় আর কোন বাধা থাকলনা। যদিও এশিয়া কাপের দল ঘোষনার শেষ সময় ছিল গত সোমবার। তবে বিসিবি সময় নিয়েছিল এসিসির কাছ থেকে। কিন্তু গতকাল দল ঘোষনার কথা থাকলেও সাকিব কান্ডে তা আর সম্ভব হয়নি। এখন আর কোন বাধা না থাকায় আজই ঘোষিত হতে পারে এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলের নাম। এই দলে কারা থাকছে তার চাইতে বড় প্রশ্ন হয়ে দাড়িয়েছে কারা থাকছেনা সেটা। অন্তত তিনজন থাকছে না এশিয়া কাপের দলে সেটা নিশ্চিত হয়ে গেছে। আর সে তিনজন হলেন ওপেনার লিটন দাশ, উইকেট রক্ষক নুরুল হাসান সোহান এবং মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলি চৌধুরী রাব্বি। তিনজনই রয়েছেন ইনজুরিতে। এদের মধ্যে রাব্বি সেই ওয়েস্ট সফরে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন। তার ইনজুরির অবস্থা বেশ উন্নতি হরেও এখনো খেলার মত পরিস্থিতিতে নেই বলে জানা গেছে। অধিনায়ক হয়ে জিম্বাবুয়ে সফরে যাওয়া নুরুল হাসান সোহান ইনজুরিতে পড়েন দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে। তিনি এখনো চিকিৎসাধীন। আর লিটন কুমার দাশ ইনজুরিতে পড়েন জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে। তিন জনই দলের নির্ভরযোগ্য ব্যাটার। এদের মধ্যে দারুন ফর্মে ছিলেন লিটন দাশ। এদিকে টি-টোয়েন্টিতে কাকে অধিনায়ক করা হবে তা নিয়েও আলোচনা চলছিল বেশ কিছুদিন ধরে। অনেকের ধারনা ছিল সাকিবই হতে পারেন পরবর্তী অধিনায়ক। কিন্তু বেটউইনারের সাথে চুক্তি সেটা ানিশ্চিত হয়ে পড়েছির। তবে গতকাল সাকিব চুক্তি বাতিল করায় সে জটিলতাও কেটে গেল। এখন হয়তো সাকিবের কাধেই বর্তাবে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব। এদিকে গতকাল বিসিবি সভাপতি জানিয়েছেন, আজ শুক্রবার কিংবা সর্বোচ্চ শনিবারই দল ঘোষণা করে দিতে হবে। এ ক্ষেত্রে দলে কারা সুযোগ পাচ্ছে, সে তথ্য না জানালেও বিসিবি সভাপতি জানিয়ে দিয়েছেন, ইনজুরির কারণে তিন ক্রিকেটার সুযোগ পাচ্ছেন না এশিয়া কাপে। তবে তিনি বলেন, দলটা আমরা খুব সম্ভব শুক্রবার দিয়ে দিব কিংবা সর্বোচ্চ শনিবার।