আজ-কালের মধ্যে জাতীয় দলের ক্রিকেটাররা চট্টগ্রাম আসছেন

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৪ জুলাই, ২০২৪ at ৪:১০ অপরাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট দলের সামনে পাকিস্তান সফর। সে সফরে দুটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। কিন্তু এই সফরের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে পারছেনা শান্তলিটনরা। কোটা আন্দোলন এবং পরবর্তীতে কারফিউ সব মিলিয়ে অনুশীলনের সুযোগই পায়নি শান্তরা। এরই মধ্যে তাদের চট্টগ্রামে আসার কথা ছিল। কিন্তু সেটা বাতিল হয় এক দফায়। চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তান সফরের প্রস্তুতি হিসেবে দুটি তিন দিনের ম্যাচ খেলার কথা ছিল শান্তদের। প্রতিপক্ষ ছিল এইচপি এবং বাংলাদেশ টাইগার্সের ক্রিকেটারদের নিয়ে গড়া দল। কিন্তু কারফিউর কারণে গতকাল মঙ্গলবার থেকে পূর্ব নির্ধারিত প্রথম দিন দিনের ম্যাচটি বাতিল করা হয়। এখন আরেকটি তিন দিনের ম্যাচ রয়েছে আগামী ২৯, ৩০ এবং ৩১ জুলাই। সে ম্যাচটি আয়োজনে এখনো আশাবাদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গতকাল ঢাকায় বিসিবির পরিচালক এবং ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের জানিয়েছেন আজ অথবা আগামীকালের মধ্যে বাংলাদেশ দলের যেসব ক্রিকেটর এখন ঢাকায় রয়েছে তাদেরকে চট্টগ্রামে পাঠানোর চেষ্টা করা হবে। আর চট্টগ্রামে যে তিন দিনের ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেটা আয়োজনেরও সর্বাত্নক চেষ্টা চালানো হবে। উল্লেখ্য আগামী ১৭ আগস্ট বাংলাদেশ দলের পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকানাডা টি-টোয়েন্টি লিগে খেলতে গেলেন শরীফুল
পরবর্তী নিবন্ধআজ সেমিফাইনাল নিশ্চিত করার লড়াই বাংলাদেশ নারী ক্রিকেট দলের