আজ কাগতিয়া কামিল এমএ মাদরাসার ৯০তম এনামী জলসা

| শনিবার , ৭ ডিসেম্বর, ২০২৪ at ১০:২৭ পূর্বাহ্ণ

কাগতিয়া কামিল এম.. মাদরাসার ৯০তম এনামী জলসা আজ দুপুর ৩ টা হতে বায়েজিদস্থ চট্টগ্রাম মহানগর ক্যাম্পাস ময়দানে অনুষ্ঠিত হবে। এনামী জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব আল্লামা অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী।

সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য এবং কাগতিয়া মাদরাসার গভর্নিং বডির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. হারুনঅর রশিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ, নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুছলেহ উদ্দীন আহমদ মাদানী, এলবিয়ন গ্রুপের প্রধান উপদেষ্টা মুহাম্মদ নেজাম উদ্দিন, মদিনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আবু মোহাম্মদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভারতীয় আধিপত্য-অপপ্রচারের বিরুদ্ধে ছাত্র-জনতার প্রতিবাদ
পরবর্তী নিবন্ধআইআইইউসির কুরআনিক সায়েন্সেস বিভাগের বিদায় ও পুরস্কার বিতরণ