আজ কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবারে খতমে কোরআন মাহফিল

| মঙ্গলবার , ৪ মার্চ, ২০২৫ at ১১:১৭ পূর্বাহ্ণ

মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় চট্টগ্রাম কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে আজ খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ঈছালে ছাওয়াব উপলক্ষ্যে ও দরবারের মহীয়সী রমণী জামানার রাবেয়া বসরী, ফাতেমায়ে ছানী আলহাজ রূহানী আম্মাজান (রাহ.) এর সালানা ওফাত শরীফ স্মরণে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের ঐতিহাসিক খতমে কোরআন মাহফিল সকাল ৮টা হতে অনুষ্ঠিত হবে। বাদে নামাজে জোহর আখেরী মোনাজাত। এতে সকল আশেকে রাসূল ধর্মপরায়ণ মুসলিম মিল্লাতকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাল্টে যাচ্ছে স্যাটেলাইটের নাম
পরবর্তী নিবন্ধঢাকায় আবাসিক হোটেলে আগুন, নিহত ৪