আজ ওষখাইন আলি নগর দরবারে ওরশ

| রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৪০ পূর্বাহ্ণ

আজ আনোয়ারা থানার ওষখাইন আলী নগর দরবারে হজরত শাহসুফি আলি রজা কানু শাহ (রা🙂 এর বড়মিঞার আওলাদ হযরত শাহসুফি আব্দুছ ছমদ মিয়া (রা🙂 এর বার্ষিক ওরশ বড়মিঞার রশিদ মঞ্জিলে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হবে।

ওরশে ছদারত করবেন বড়মিঞা রশিদ মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত ইলিয়াছ রজা (মঃজিঃআ)। পরিচালানায় থাকবেন শাহজাদা মাওলানা মোহাম্মদ আবদুল কাদের চাঁদ মিয়া। এতে আশেক ভক্ত মুরিদানগনকে উপস্থিত থাকার জন্য শাহজাদা মাওলানা মোহাম্মদ নেছার মিয়া অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআলোকচিত্রী সেলিম হাসানের মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধফিকহ কোরআন-সুন্নাহ থেকে পৃথক কিছু নয়, যা এ দুটির অন্তর্নিহিত নির্যাস