হার দিয়ে আবুধাবী টি-টেন লিগ শুরু করেছিল বাংলা টাইগার্স। প্রথম ম্যাচে স্বাগতিক টিম আবুধাবীর কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে হেরেছিল দিল্লি বুলসের কাছে। তবে তৃতীয় ম্যাচে দুর্দান্তভাবে ফিরেছে টাইগাররা। টুর্ণামেন্টের গত আসরের চ্যাম্পিয়ন নর্দার্ন ওয়ারিয়র্সকে ৫ উইকেটে হারিয়ে টুনামেন্টে প্রথম জয় তুলে নিয়েছে বাংলা টাইগার্স। এবার সে জয়ের ধারায় থাকতে চায় টাইগাররা। প্রথম দুই ম্যাচে দলের ব্যাটাররা মোটেও ভাল করতে পারেনি। তৃতীয় ম্যাচেও যে দলের শীর্ষ ব্যাটাররা ভাল করেছে তা কিন্তু নয়। তবে তা নিয়ে চিন্তিত হতে চান না দলের মালিক ইয়াছিন চৌধুরী। তিনি বলেন প্রথম দুই ম্যাচে খারাপ করার পর তৃতীয় ম্যাচে ক্রিকেটাররা ফিরেছে জয়ে। এখন সেটাই এগিয়ে নিয়ে যেতে চায় তার দল। আজকের ম্যাচে বাংলা টাইগার্সের প্রতিপক্ষ চেন্নাই ব্রেভস। দলটিতে রয়েছে রবি বোপারা, ড্যারেন ব্রাভো, ইউসুফ পাঠান, মোহাম্মদ শাহজাদ, নিকোলাস পুরানের মত ক্রিকেটার। তব এসব নিয়ে ভাবতে চান না বাংলা টাইগার্স মালিক। তার কাছে বড় বিষয় হচ্ছে এখন জয়ের ধারাটা বজায় রাখা। দলের ব্যাটাররা রান পাচ্ছে না সেটা কিছুটা ভাবালেও পরের ম্যাচ থেকে সব ঠিক হয়ে যাবে বলে মনে করছেন ইয়াছিন চৌধুরী। বিশেষ করে দলের অধিনায়ক ফাফ ডুপ্লেসিস তিন ম্যাচেই ব্যর্থ হয়েছেন। অথচ তিনি আইপিএল মাতিয়েছেন। তবে সামনের ম্যাচগুলোতে ডুপ্লেসিস রান পাবেন তেমন আশা টাইগার্স শিবিরের। তাছাড়া আন্দ্রে ফ্লেচার, চার্লস জনসন, হজরতউল্লাহ জাজাই কেউই তেমন রান পাননি। এখন থেকে তারা রানে ফিরবে বলে আশাবাদি বাংলা টাইগার্স শিবির। কারন দুই ম্যাচ হেরে যাওয়ায় সামনের ম্যাচ গুলো বেশ গুরুত্বপূর্ন হয়ে দাঁড়িয়েছে বাংলা টাইগার্সের জন্য।