একদিন বিরতির পর আজ থেকে আবার মাঠে গড়াচ্ছে মুজিববর্ষ ফুটবল টুর্নামেন্ট। গত ৯ অক্টোবর মাঠে গড়ানো টুর্নামেন্টের এরই মধ্যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচে আবু তাহের পুতু একাদশ ৩-১ গোলে পরাজিত করে রফিক আহমদ চৌধুরী একাদশকে। আর দ্বিতীয় ম্যাচে ডা. কামাল এ খান একাদশ টাইব্রেকারে ৬-৫ গোলে পরাজিত করে এস এম কামাল উদ্দিন একাদশকে। সে ম্যাচের টাইব্রেকারে দু’দল মিলে ২২ টি নেয়। যাতে গোল হয় ১১টি। আজ আবার মাঠে নামছে জয় দিয়ে শুরু করা আবু তাহের পুতু একাদশ এবং এস এম কামাল উদ্দিন একাদশ। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা পুতু একাদশ আজ জয়ের ধারায় থাকতে চাইবে। অপরদিকে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা এস এম কামাল উদ্দিন একাদশ চাইবে জয়ের দেখা পেতে। কারন আজকের ম্যাচে হারলে এস এম কামাল উদ্দিন একাদশের ফাইনালে খেলার রাস্তাটা বলতে গেলে কঠিন হয়ে যাবে। ফলে ফাইনালের স্বপ্ন জিইয়ে রাখতে হলে আজকের ম্যাচে জয়ের কোন বিকল্প নেই এস এম কামাল উদ্দিন একাদশের। বিকেল পাঁচটায় এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।