আজ আবার মাঠে গড়াচ্ছে বিপিএল

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৩১ জানুয়ারি, ২০২২ at ১২:২৫ অপরাহ্ণ

বিপিএলের দ্বিতীয় পর্বে চট্টগ্রামে টানা দুই দিন খেলা হওয়ার গতকাল ছিল বিরতি। আজ আবার মাঠে গড়াচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। চলবে আগামীকাল পর্যন্ত। প্রথম দুই দিনে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। আজ এবং আগামীকাল আরো চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর বিপিএল আবার ফিরবে ঢাকায়। আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বিপিএলের চট্টগ্রাম পর্বে আজ প্রথম মাঠে নামবে কুমিল্লা। অপরদিকে নিজেদের মাঠে আজ তৃতীয় ম্যাচে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আগের দুই ম্যাচের একটিতে জিতেছে চট্টগ্রাম। গত শুক্রবার প্রথম ম্যাচে খুলনার কাছে হেরেছিল চট্টগ্রাম। গত শনিবার নিজেদের ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে সিলেটকে পরাজিত করে টুর্নামেন্টে নিজেদের তৃতীয় জয় তুলে নেয় চট্টগ্রাম। অপরদিকে ঢাকায় দুই ম্যাচ খেলে দুটিতেই জয় তুলে নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশাল। চট্টগ্রামের মাঠে গত শনিবার দু দলের মোকাবেলায় মুশফিকের খুলনার বিপক্ষে জয় তুলে নিয়েছিলে সাকিবের বরিশাল। চার ম্যাচ শেষে খুলনা এবং বরিশাল দু দলেরই সমান দুটি করে জয় এবং পরাজয়। পয়েন্টও দু দলের সমান চার করে।
আগামীকাল চট্টগ্রাম পর্বের শেষ দিনে মুখোমুখি হবে চারটি দল। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ঢাকা। বিপিএলের ঢাকা পর্বে চার ম্যাচের তিনটিতেই হেরে চট্টগ্রাম এসেছিল ঢাকা। আর এই পর্বে নিজেদের প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে দারুন এক জয় তুলে নেয় ঢাকা। তামিম দারুন এক সেঞ্চুরি করে দলকে খাদের কিনারা থেকে কিছুটা হলেও ফিরিয়ে আনে। অপরদিকে চার ম্যাচের তিনটিতেই হেরে সিলেট রয়েছে পয়েন্ট তালিকার সবার নিচে। আগামীকাল চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম মুখোমুখি হবে বরিশালের। আর এই ম্যাচ দিয়ে পর্দা নামবে এবারের বিপিএলের চট্টগ্রাম পর্বের। বিপিএলের ঢাকা পর্বে রানের জন্য ব্যাটসম্যানদের মাথাকুড়ে মরতে হয়েছে। তবে চট্টগ্রামে এসে সে ধারণা একেবারেই পাল্টে গেছে। এরই মধ্যে চট্টগ্রামে এক ম্যাচে দুই ম্যাটসম্যান সেঞ্চুরি করেছেন। শুধু তাই নয় আগেরদিন চট্টগ্রাম তাদের ইনিংসে ২০২ রানের পাহাড়ও গড়েছিল। জবাবে সিলেট করেছিল ১৮৬ রান। বলা যায় বিপিএল যেন প্রান ফিরে পেয়েছিল চট্টগ্রামে এসে। চট্টগ্রাম পর্ব শেষে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ঢাকায় শুরু হবে তৃতীয় পর্ব। দুই দিনের এই পর্ব শেষে বিপিএল চলে যাবে সিলেটে। তবে নিশ্চয়ই ক্রিকেটাররা বিপিএলের চট্টগ্রাম পর্বটাকে মনে রাখবে সেটা নিশ্চিত। কারণ চট্টগ্রামেই যে বিপিএল তার সত্যিকারের রূপ ফিরে পেয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামেই রয়ে গেলেন মিরাজ
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪১.২৯ কোটি টাকা