আজ আইআইইউসি ট্রাস্টের দ্বাদশ দ্বিবার্ষিক সম্মেলন, একাডেমিক কনফারেন্স কাল

২৪ দেশের ৪৩ শিক্ষাবিদ, গবেষক ও ইসলামী পণ্ডিতের অংশগ্রহণ

| রবিবার , ২০ অক্টোবর, ২০২৪ at ১১:০১ পূর্বাহ্ণ

২৪ দেশের ৪৩ জন বিশ্ববরেণ্য শিক্ষাবিদ ও ইসলামী পণ্ডিতের অংশগ্রহণে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ট্রাস্টের (আইআইইউসিটি) দ্বাদশ দ্বিবার্ষিক সম্মেলন আজ রোববার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। আগামীকাল সোমবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে একাডেমিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধন করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

কুমিরাস্থ নিজস্ব ক্যাম্পাসে আইআইইউসি’র প্রধান মিলনায়তনে অনুষ্ঠেয় এই দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করবেন আইআইইউসিটি’র জেনারেল কাউন্সিলের চেয়ারম্যান, সৌদি আরবের ইসলামিক কাউন্সিল ফর দাওয়াহ অ্যান্ড রিলিফের সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. আবদুল্লাহ আবদুল আজিজ আলমুসলিহ। বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখবেন আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম, ইসলামী পণ্ডিত প্রফেসর ড. ইউসুফ নাসের আবদুল্লাহ আল দুরাইহিম, কুয়েতের ইসলামিক চ্যারিটেবল অর্গানাইজেশনের ডেপুটি ডাইরেক্টর আবদুল রহমান আবদুল আজিজ আল মোতাওয়া, সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স ডেপুটি মিনিস্টার আহমেদ আবদুল্লাহ সুরুর আল সাব্বান, ইন্দোনেশিয়ার সংসদ সদস্য এরউইন আকসা, মিশরের সাবেক তথ্যমন্ত্রী, ইসলামিক ইউনিভার্সিটিজ লীগের সেক্রেটারি জেনারেল প্র্রফেসর ড. সামী মোহাম্মদ রাবী আস শরীফ, আলজেরিয়া’র ডেপুটি স্পিকার ইউসুফ আজিসা, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্সিয়াল মন্ত্রণালয়ের বিচার ও ধর্ম বিষয়ক উপদেষ্টা আল সাইয়েদ আলী আল সাইয়েদ আবদুল রহমান আল হাশিম, আইআইইউসি’র ভারপ্রাপ্ত ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী এবং বিওটি সদস্য প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ।

এদিকে ২৪ দেশের ৪৩ জন গবেষকের অংশগ্রহণে আগামীকাল সোমবার সকাল ১০ টায় কুমিরাস্থ নিজস্ব ক্যাম্পাসে শুরু হচ্ছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ইন্টারন্যাশনাল কনফারেন্স। উল্লেখ্য, এই ইন্টারন্যাশনাল কনফারেন্সে কনফারেন্সে ১০ টা মূল প্রবন্ধ কনফারেন্সে উপস্থাপিত হবে। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ১১০টি প্রবন্ধ জমা পড়েছে। মোট ৭ টি একাডেমিক সেশন অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসংগঠনের আনুগত্য ও শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলতে হবে
পরবর্তী নিবন্ধইসলামের আলোয় জীবনকে রঙিন করতে হবে