অনোমা সাংস্কৃতিক গোষ্ঠী চট্টগ্রামের উদ্যোগে ‘বেণীমাধব ও ফণীভূষণ’ স্মারক বক্তৃতামালা ও ৪৫তম প্রকাশনা অনুষ্ঠান আজ শুক্রবার। বিকেল চারটায় চট্টগ্রাম প্রেস ক্লাবে এই অনুষ্ঠান উদ্বোধন করবেন লায়ন রূপম কিশোর বড়ুয়া। অনোমা সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে ‘তারুণ্যের উদ্বোধন : সমাজ ও সংস্কৃতি’ শিরোনামে এবারের স্মারক বক্তা রাঙামাটি সরকারি কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক অনির্বাণ বড়ুয়া। আলোচক থাকবেন চবি ইতিহাস বিভাগের প্রফেসর আনন্দ বিকাশ চাকমা, কবি ও প্রাবন্ধিক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান, কবি ও নাট্যজন অধ্যাপক সনজীব বড়ুয়া, লেখক ও প্রাবন্ধিক প্রদীপ বড়ুয়া, চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুস সালাম, বাংলাদেশ বৌদ্ধ একাডেমির পরিচালক প্রফেসর তুষার কান্তি বড়ুয়া। স্মারক বক্তৃতামালায় সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন অনোমা সাংস্কৃতিক গোষ্ঠীর মহাসচিব তুষার কান্তি বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।