আজ অধ্যাপক ড. আসমা সিরাজুদ্দীনের নামাজে জানাজা

চট্টগ্রাম থেকে ক্যাম্পাসে যাবে তিনটি বাস

| শুক্রবার , ২৪ ডিসেম্বর, ২০২১ at ১০:৪০ পূর্বাহ্ণ

ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আসমা সিরাজুদ্দীনের নামাজে জানাজা আজ বাদ জুমা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাযার নামাজে অংশগ্রহণের জন্য সকাল ১১ টায় তিনটি বাস শহর থেকে চবি ক্যাম্পাসে আসবে। নামাজ শেষে শহরের উদ্দেশে ফিরে যাবে। গাড়িসমূহ যেসব রাস্তা অনুসরণ করবে তা হচ্ছে- ১ নং গাড়ি সরকারি সিটি কলেজ ছেড়ে কোতোয়ালী, চকবাজার, মুরাদপুর অক্সিজেন হয়ে চবি ক্যাম্পাসে আসবে। ২ নং গাড়ি হাক্কানী পেট্রোল পাম্প হতে ছেড়ে বাদামতল (আগ্রাবাদ), টাইগারপাস, লালখান বাজার, জিইসি ২ নং গেইট, অক্সিজেন হয়ে চবি ক্যাম্পাসে আসবে। ৩ নং গাড়ি চান্দগাঁও আবাসিক এলাকা থেকে ছেড়ে বহদ্দারহাট, মুরাদপুর, অক্সিজেন হয়ে চবি ক্যাম্পাসে আসবে। উল্লেখ্য, জানাযা শেষে একই রোড অনুসরণ করে গাড়ি তিনটি শহরের ফিরে আসবে। গতকাল বৃহস্পতিবার চবি ইতিহাস বিভাগের সভাপতি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. নুরুল ইসলাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইন্টারন্যাশনাল সোসাইটি অব ডার্মাটোলজির বোর্ড মেম্বার ডা. মাওলা
পরবর্তী নিবন্ধদেশকে এগিয়ে নিতে শেখ হাসিনার বিকল্প নেই