আজ অধ্যাপক চৌধুরী জহুরুল হকের ১৮ তম মৃত্যুবার্ষিকী

| শনিবার , ৩ জানুয়ারি, ২০২৬ at ৫:৫৯ পূর্বাহ্ণ

প্রখ্যাত সাহিত্যিক অধ্যাপক চৌধুরী জহুরুল হকের ১৮ তম মৃত্যুবার্ষিকী আজ।

এ উপলক্ষে নাট্যমঞ্চ আজ সন্ধ্যা ৬ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাট্যকার চৌধুরী জহুরুল হক স্মরণসন্ধ্যার আয়োজন করেছে। এতে অতিথি থাকবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। স্মারকবক্তা থাকবেন ড. অরূপ বড়ুয়া। সম্মাননাপ্রাপ্তরা হলেনমুনির হেলাল ও বিক্রম চৌধুরী। আলোচক থাকবেন . ইউসুফ ইকবাল ও শাহীন চৌধুরী। সভাপতিত্ব করবেন নাট্যজন জাহেদুল আলম।

উল্লেখ্য, চৌধুরী জহরুল হক বহুমাত্রিক জ্যোতির্ময়তায়গল্পকার, নাট্যকার, গীতিকার, সম্পাদক, গবেষক, আবিষ্কারক এবং নব নব সাহিত্য আঙ্গিকের উদ্ভাবক ও প্রবর্তক। একষট্টি বছরের আয়ুষ্কালে সাহিত্যচর্চায় নিবেদিত ছিলেন তিনি আটচল্লিশ বছর, রচনা করেছেন বহু ছোটগল্প, নাটক, গান, কবিতা, প্রবন্ধ, গবেষণাপত্র, নান্দনিক বচনপ্রবচন, রঙ্গকৌতুক, প্রবর্তন করেছেন নবতর সাহিত্যাঙ্গিক চোঙ্গাগল্প, পঞ্চরং, আত্মসাক্ষাৎকার, উদ্ভাবন করেছেন প্রকাশ ও পাঠ সহায়ক চার প্রকার নতুন যতিচিহ্ন, সম্পাদনা করেছেন কয়েকটি সাহিত্যপত্র ও সংকলন এবং অঙ্কন করেছেন কয়েক’শ চিত্র ও স্কেচমানুষের বিচিত্রমাত্রিক মুখচ্ছবি। কিন্তু তাঁর এই বিপুল সাহিত্যকর্মের বহুলাংশই আজও অগ্রন্থিতচিত্রকর্মের সবটাই অপ্রদর্শিত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে
পরবর্তী নিবন্ধনিশ্চিন্তে বাংলাদেশে বসবাস করুন