আজ অঙ্গনের বাতিলের ঘরবসতি শিল্পকলায়

| মঙ্গলবার , ৩০ মে, ২০২৩ at ৫:৪৮ পূর্বাহ্ণ

অঙ্গন, চবি আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামের মূল অডিটোরিয়ামে প্রদর্শন করছে অঙ্গনের নাটক বিভাগের পঞ্চম প্রযোজনা নাটক ‘বাতিলের ঘরবসতি’। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন চবি নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং অঙ্গন, চবির সভাপতি ড. রাহমান নাসির উদ্দিন। সমাজে বিদ্যমান শ্রেণি বৈষম্য ও সামাজিক অসমতা এই নাটকের উপজীব্য। সমাজে বসবাস করা নিম্নবর্গের মানুষের জীবনধারা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই নাটকে। নাটকটির অভিনয়শিল্পীরা হলেনসৌরভ জাহান শুভ, মাহবুব আলম, নজরুল, সারোয়ার আলম দীপ, শুভ্রা চক্রবর্তী, মুমু চক্রবর্তী, রাত্রি, জুলফা, জয় রায়, আলআমিন, রবিন, বায়েজিদ, শিমুল দত্ত, রোদেল, জাকারিয়া ও সাব্বির। এছাড়াও নাটকটির সূত্রধর হিসেবে রয়েছেন অথৈ রহমান, সঞ্জয় কুমার, সজিব মিয়া ও তানজিনা প্রমি। প্রযোজনা অধিকর্তা হিসেবে আছেন শিমুল দত্ত। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে থাকবে অঙ্গন, চবি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুসলিম বিদ্বেষ আজকাল ফ্যাশন হয়ে গেছে : নাসিরুদ্দিন শাহ
পরবর্তী নিবন্ধনচিকেতা গাইলেন হাসানুজ্জামানের কথায়