আছদগঞ্জে ১৪০২ কেজি ভেজাল মসলা উদ্ধার, গ্রেপ্তার ৪

আজাদী প্রতিবেদন | শনিবার , ৫ মার্চ, ২০২২ at ৭:৫৪ পূর্বাহ্ণ

নগরীর কোতয়ালী থানাধীন আছদগঞ্জের ৬ নং ইসলাম কলোনীর এস টি ট্রেডিংয়ের সামনের একটি মিল থেকে ১৪০২ কেজি ভেজাল মসলা, মসলা তৈরির উপকরণ ও বিভিন্ন ধরণের কেমিক্যাল উদ্ধার করেছে র‌্যাব। পাশাপাশি ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন মো. জিল্লুর রহমান প্রকাশ জিয়া (২৬), আব্দুল কাদের (৩৫), মো. রিয়াদ হোসেন (১৯) ও মো. নুরুল ইসলাম (৩৬)। গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযানটি পরিচালনা করে।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি ও দেখানো মতে উক্ত মিল হতে ভেজাল হলুদ, মরিচ, ধনিয়ার গুড়া ও গুড়া তৈরির উপকরণ এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল উদ্ধার করা হয়েছে। কোনো ধরনের অনুমোদন ব্যতীরেখে গোপনে এ কাজ করে আসছিল গ্রেপ্তারকৃতরা। তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতরা কেমিক্যাল ধান ও চাল মিশ্রিত কুড়া ইত্যাদি ব্যবহার করে খাদ্যে ব্যবহৃত ভেজাল হলুদ, মরিচ, ধনিয়া, মসলার গুড়া তৈরি করে বিভিন্ন ভোক্তাদের নিকট বিক্রি করে থাকে।

পূর্ববর্তী নিবন্ধস্বল্প খরচ, বেশি লাভ পটিয়ায় বাড়ছে সরিষা চাষ
পরবর্তী নিবন্ধসিপিবির নেতৃত্বে শাহ আলম ও প্রিন্স