আচার খাইয়ে যাত্রীর টাকা-মোবাইল লুট, অজ্ঞান পার্টির ২ সদস্য আটক

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ৪ অক্টোবর, ২০২৩ at ৪:৪৪ পূর্বাহ্ণ

হাটহাজারীতে এক বাস যাত্রীকে ঘুমের ওষুধ মিশ্রিত আচার খাইয়ে তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার সময় অজ্ঞান পার্টির ২ সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে বাসের হেল্পার ও যাত্রীরা।

গতকাল মঙ্গলবার হাটহাজারী থেকে নগরীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দ্রুতযান স্পেশাল সার্ভিসের যাত্রীবাহী বাসে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী যাত্রী তফাজ্জল হোসেন (৪০) গুরুতর অসুস্থ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আটক দুজন হলেন ফরিদপুরের আবুল হোসেনের ছেলে মোহাম্মদ রাকিব (৫৫) ও ভোলার মো. লোকমানের ছেলে মো. জাকির (৪৫)

জানা যায়, গতকাল দ্রুতযান স্পেশাল সার্ভিসের যাত্রীবাহী বাসটি উপজেলার বড় দীঘিরপাড় পৌঁছলে বাস যাত্রী তফাজ্জলকে আচারের সাথে কৌশলে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে তার কাছে রক্ষিত নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় অজ্ঞান পার্টির দুই সদস্য। এ সময় গাড়ির অন্য যাত্রীরা ও গাড়ির হেল্পার ওই দুজনকে আটক করে হাটহাজারীতে এনে থানা পুলিশের নিকট সোপর্দ করে। একই সাথে আহত যাত্রীকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জানান, আহত তোফাজ্জলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার অবস্থা গুরুতর হওয়ায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দ্রুতযান স্পেশাল সার্ভিসের লাইন নিয়ন্ত্রক মো. মুন্না বলেন, দীর্ঘদিন থেকে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে যাত্রীরা সর্বস্ব হারাচ্ছে, সে কারণে আমাদের গাড়ির হেল্পারদের নজরদারি বাড়িয়ে দেওয়া হয়। হাটহাজারী থেকে ছেড়ে যাওয়া বাসটিতে তোফাজ্জল নামে এক যাত্রীকে আচারের সাথে ঘুমের ওষুধ খাওয়াইয়ে অচেতন করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় অজ্ঞান পার্টির সদস্যরা। এ সময় যাত্রী ও গাড়ির হেলপার দেখতে পেয়ে তাদেরকে ধরে হাটহাজারীতে নিয়ে আসে। পরে থানা পুলিশের নিকট সোপর্দ করে।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান অজ্ঞান পার্টির দুই সদস্যকে আটকের কথা গণমাধ্যমের নিকট স্বীকার করেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধরাজপথে আগুন সন্ত্রাস, জ্বালাও-পোড়াও করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে
পরবর্তী নিবন্ধ৮ চোরাই মোটরসাইকেলসহ চক্রের ১১ সদস্য গ্রেপ্তার