আচরণবিধি ‘না মানায়’ সাকিবসহ ২১ জনকে শোকজ

| শুক্রবার , ১ ডিসেম্বর, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি ‘না মানায়’ প্রতিমন্ত্রী, সাবেক মন্ত্রীসহ ২১ জন সম্ভাব্য প্রার্থীকে শোকজ ও তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। যুগ্ম জেলা ও দায়রা জজ, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজদের সমন্বয়ে ৩০০ আসনে গঠিত ৩০০টি কমিটি কাজ করছে। নির্বাচনী অনুসন্ধান কমিটি কর্তৃক পাঠানো তথ্য একীভূত করে গতকাল বৃহস্পতিবার এ খবর দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। খবর বাংলানিউজের।

সংস্থাটির সংশ্লিষ্ট শাখার নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানিয়েছেন, যে সব সম্ভাব্য প্রার্থীকে শোকজতলব করা হয়েছে তাদের মধ্যে রয়েছেনমাগুরা১ আসনের আওয়ামী লীগের প্রার্থী (ক্রিকেটার) সাকিব আল হাসান, চট্টগ্রাম১৬ (বাঁশখালী) আসনের আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী, গাজীপুর২ আসনের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, ঢাকা১৯ আসনের প্রার্থী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, নাটোর৩ আসনের প্রার্থী তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, নরসিংদী(রায়পুরা) আসনের প্রার্থী সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, গাজীপুর৫ আসনের প্রার্থী সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, ঢাকা৬ আসনের প্রার্থী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, ফরিদপুর(ভাঙ্গাসদরপুরচরভদ্রাসন) আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিঙন এবং নারায়ণগঞ্জ১ আসনের একজন।

এছাড়াও লক্ষ্মীপুর(সদর) আসনের নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর(রায়পুরসদর আংশিক) আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সুনামগঞ্জ৪ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী পীর ফজলুর রহমান, পটুয়াখালী৪ আসনে বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিববুর রহমান, রংপুর৩ আসনে তুষার কান্তি মন্ডল আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী, লক্ষ্মীপুর১ আসনের নৌকার প্রার্থী সংসদ সদস্য ডা. আনোয়ার হোসেন খান, মুন্সিগঞ্জ৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী মৃণাল কান্তি দাস, ব্রাহ্মণবাড়িয়া৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, নাটোর২ আসনের আওয়ামী লীগের প্রার্থী সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, ময়মনসিংহ১১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী কাজিম উদ্দিন আহমেদ ধনু এবং চুয়াডাঙ্গা১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দারকে (ছেলুন) শোকজ করা হয়েছে।

ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল। ৩০ টি দল ও স্বতন্ত্র প্রার্থীদের কাছ থেকে মোট দুই হাজার ৭৪১টি মনোনয়নপত্র জমা পড়েছে। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তির সময় ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারের ৪ টি আসনে ৩৫ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
পরবর্তী নিবন্ধ‘ইটভাটা শ্রমিকের গায়ের লাল ধুলো’র বিশ্বজয়