আমরা একই আকাশের নিচে, একই রক্ত মাংসে গড়া মানুষ। কেউ সুন্দর কেউ অসুন্দর। কেউ কালো কেউ ফর্সা। কেউ দামি কাপড় পরছে, দামি খাওয়ার খাচ্ছে। আর কেউ খেতে পাচ্ছে না। অনেকে খাওয়া ফেলে দিচ্ছে। কারো কাড়ি কাড়ি টাকা আবার অধিকাংশ মানুষের অভাব অনটনে। অনেকে প্রচুর শ্রম দিয়ে আয় করে কম। অনেকে অল্প সময় ব্যয় করে বুদ্ধি কাটিয়ে প্রচুর আয় করে। আমরা একই সমাজে একই পরিবেশে আছি। কেউ সুখে শান্তিতে আর কেউ দুঃখ যন্ত্রণায় আছে। কিছু মানুষ আছে অন্যের সুখ দেখতে পারে না। শান্তিতে থাকলে সুখ কেড়ে নেওয়ার জন্য অযথা সময় নষ্ট করে। কীভাবে কলঙ্ক জড়িয়ে দেওয়া যায় উঠে পড়ে লাগে। আমরা একই গণ্ডিতে কেউ আনন্দে কারো নির্মমতায় দিন কাটছে। কিন্তু কেন এই তারতম্যতা? আমার জীবনে প্রতিনিয়ত ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের কর্মফলের উপর আস্থা ও বিশ্বাস রাখতে হবে। আমার বিশ্বাস গরীব ধনী, দুঃখ কষ্ট যন্ত্রণা, অপমৃত্যু অকাল মৃত্যু, সুখ শান্তি অতীতে এবং চলমান ঘটে যাওয়া ঘটনা থেকে সৃষ্টি হয়। কারো দয়ায়, দোয়া বা আশির্বাদে নয়। সাধারণ জ্ঞানে যা বুঝি মানুষের এই তারতম্যতা নিজেরাই দায়ী। যদি আমরা সততা, ন্যায় পরায়ণ, মানবতা, মানুষের প্রতি হিংসা পরিত্যাগ করি, আন্তরিকতার সহিত বিশ্বাস স্থাপন করি, অন্যের ক্ষতি বা কটাক্ষ না করি, অপমান না করে সম্মান করি, চুরি ডাকাতি জুলুম না করি, অহংকারী না হয়ে সকলের প্রতি কল্যাণকামী হলে নিজেও সুন্দর সুস্থ জীবন পাবো এবং সমাজ ও সুখী সমৃদ্ধি হতে বাধ্য। মনে রাখতে হবে সুখ শান্তি নিজেরই সৃষ্টি করা।