আগ্রাবাদের রুপালী ক্যান্টিনকে ৫০ হাজার টাকা জরিমানা

খাবারে রাসায়নিক

আজাদী প্রতিবেদন | বুধবার , ১০ জুলাই, ২০২৪ at ১১:৩০ পূর্বাহ্ণ

নোংরা পরিবেশ ও খাবারে রাসায়নিক ব্যবহারসহ বিভিন্ন অপরাধে নগরের আগ্রাবাদ এলাকার হোটেল ‘রুপালী ক্যান্টিনকে’ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে গতকাল পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ আজাদীকে জানান, অভিযানে ভ্রাম্যমাণ আদালত দেখতে পায়আগ্রাবাদ লাকী প্লাজা সংলগ্ন রুপালী ক্যান্টিনের পরিবেশ অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময়। এছাড়া পোড়া তেল এবং রাসায়নিক ব্যবহার করে খাবার প্রস্তুত ও বিক্রি করছিল সেখানে। তাই জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনা অসহায় মানুষের পরম বন্ধু
পরবর্তী নিবন্ধপরীক্ষায় খারাপ করলে দায় নিতে হবে শিক্ষকদের সাথে অভিভাবকদেরও