আগ্রাবাদে মাইক্রো চাপায় পথচারীর মৃত্যু

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৫ নভেম্বর, ২০২৩ at ৬:১৬ পূর্বাহ্ণ

নগরের আগ্রাবাদে মাইক্রোবাস চাপায় এক পথচারী নিহত হন। তার নাম দুলাল চন্দ্র দাশ (৬৪)। গতকাল সকাল সাতটার দিকে আগ্রাবাদের সিডিএ১ নম্বর রোডের আগ্রাবাদ মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুলাল গোসাইলডাঙ্গা এলাকায় ভাড়ায় থাকেন বলে জানা গেছে।

ডবলমুরিং থানা সূত্রে জানা গেছে, রাস্তার পাশে দাঁড়ানো ছিল দুলাল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় জামায়াতের চার নেতাকর্মী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধঘন গাছ, চালু করা গেল না ছাদখোলা ট্যুরিস্ট বাস