উন্নয়নশীল দেশগুলোতে মানব সম্পদ উন্নয়নে ১৯৫৯ সাল থেকে কাজ করে চলেছে জাপানি সংস্থা এওটিএস (AOTS)। সেই এওটিএস কার্যক্রমের অংশ হিসেবে নগরীর আগ্রাবাদের এক অভিজাত হোটেলের কনফারেন্স হলে গতকাল শনিবার শেষ হল টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (টিইউএম) বিষয়ক দুই দিনব্যাপী সেমিনার।
সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই এর অ্যাডমিনিস্ট্রেটর হাফিজুর রহমান। সেমিনার পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রকৌশলী মো. কামালুর রহমানের সঞ্চালনায় এবং সিএএএস এর সভাপতি লতিফ আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে শেষ হয়। সেমিনারে কি–নোট পেপার উপস্থাপন করেন করাচী এওটিএস এলুমনি সোসাইটি থেকে আগত সৈয়দ আরশাদ আলী। চট্টগ্রামের প্রথম সারির বিভিন্ন উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান থেকে মোট ৫৫জন প্রশিক্ষণার্থী এ সেমিনারে অংশগ্রহণ করেন। সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে সেমিনারটি সমাপ্ত হয়। বক্তারা বলেন, একটি প্রতিষ্ঠানের উন্নয়নে পণ্যের মান উন্নয়ন অপরিহার্য। দক্ষ কর্মী তৈরিতে এওটিএস–সিএএএস এর অবদান অনস্বীকার্য। প্রেস বিজ্ঞপ্তি।