আগ্রাবাদে টেম্পো উল্টে সিএন্ডএফ কর্মচারীর মৃত্যু

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১ ডিসেম্বর, ২০২০ at ১০:২৩ পূর্বাহ্ণ

নগরীর আগ্রাবাদে টেম্পো উল্টে রায়হান সুলতান রিয়াদ (২৬) নামের এক সিএন্ডএফ কর্মচারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ রেডিও স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম মোহরী পাড়া গ্রামের টিপু সুলতানের ছেলে। নিহতের চাচা আক্কাস উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, রিয়াদ আগ্রাবাদের একটি সিএন্ডএফ প্রতিষ্ঠানে চাকুরি করে। সে মোটর বাইক ব্যবহার করে। সোমবার বাইক না নেওয়ায় টেম্পোতে উঠেছিল। সকালে কিছু ডকুমেন্ট নিয়ে কাস্টমসে যাওয়ার পথে রেডিও অফিসের সামনে টেম্পোটি হয়তো কোন গাড়িকে ওভারটেক করতে গিয়ে উল্টে যায়। রিয়াদ টেম্পোর সামনে চালকের পাশে বসেছিল। টেম্পোটি উল্টে গেলে রিয়াদ সেটির নিচে চাপা পড়ে। চালকসহ অন্যরা অক্ষত ছিল। এসময় স্থানীয় লোকজন রিয়াদকে উদ্ধার করে স্থানীয় ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পরে মা ও শিশু হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডবলমুরিং থানার এসআই সৈয়দ আলম দৈনিক আজাদীকে বলেন, ‘আমরা নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছি।’

পূর্ববর্তী নিবন্ধডিএনএ পরীক্ষায় ৪ ছাত্রলীগ নেতার জড়িত থাকার প্রমাণ
পরবর্তী নিবন্ধরোহিঙ্গাদের প্রথম দল ভাসান চরে যাচ্ছে ১০ দিনের মধ্যে