নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা গত সপ্তাহে বারিক বিল্ডিং এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দিবাগত রাত ২টার দিকে আগ্রাবাদ কর্মাস কলেজ রোডস্থ যুগী চাঁদ মসজিদ লেইনের আরআর কার্গো নামের একটি দোকানের সামনে অভিযান চালিয়ে এই ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল মো. আশিকুর রহমান (২৫), মো. বাবু (২৪), মো. সালাম (২০) ও সাজ্জাদ হোসেন রায়হান (২০)। গতকাল সোমবার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ওসি কাজী মো. রফিক আহমেদ। তিনি আজাদীকে বলেন, বারিক বিল্ডিং এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের উপর হামলার গত ২ মার্চ গভীর রাতে আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে এই ৪ ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এসময় তাদের হেফাজত হতে ২টি ফোল্ডিং টিপ ছোরা উদ্ধার করা হয়। এই ঘটনায় আরো ৫/৬ জন আসামি পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।