চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত মাস্টার্স কাপ টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আগ্রাবাদ মাস্টার্স এবং হাক্কানি ক্রিকেট ক্লাব। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে হাক্কানী ক্রিকেট ক্লাব ৮ রানে ট্রিপল এস মাস্টার্সকে পরাজিত করে টানা দুই জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।
দিনের আরেক ম্যাচে আগ্রাবাদ মাস্টার্স সহজে ৯ উইকেটে চিটাগাং রয়্যালসকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। সকালের ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামা হাক্কানী ক্রিকেট ক্লাব শুরুটা ভালই করেছিল। কিন্তু ট্রিপল এস মাস্টার্সের তৌহিদ এবং রিপনের বোলিং তোপের মুখে পড়ে নিজেদের ইনিসকে বড় করতে পারেনি। ১২৩ রানে থামে তাদের ইনিংস। হাক্কানী ক্রিকেট ক্লাবের পক্ষে অধিনায়ক ইমরান হোসেন ৪১ বলে করেন ৪৭ রান। তিনি চারটি চার এবং তিনটি ছক্কা মারেন। এছাড়া দলের পক্ষে ২৩ রান করেন মাহমুদুল হাসান। রাজিব ১২ এবং সামিউল ১০ রান ছাড়া বাকি কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। ট্রিপল এস মাস্টার্সের পক্ষে ২৩ রানে ৩ উইকেট নিয়েছেন তৌহিদ। এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন রিপন এবং সুজন। জবাবে ব্যাট করতে নামা ট্রিপল এস মাস্টার্স শুরু থেকেই উইকেট হারাতে থাকে। বিশেষ করে নাহিদুজ্জামান এবং আলি নওশাদ বাবলার বোলিং তোপের মুখে পড়ে ১১৫ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে তিনজন ব্যাটার দুই অংকের ঘরে যেতে পেরেছে। তারা হলেন ২৩ রান করা রাজেশ, ২২ রান করা মাসুম এবং ১৮ রান করা শিপলু। হাক্কানী ক্রিকেট ক্লাবের পক্ষে আলি নওশাদ বাবলা নিয়েছে ১৫ রানে ৪ উইকেট। নাহিদুজ্জামান ১৩ রানে নিয়েছেন ৩ উইকেট। ম্যাচ সেরা হয়েছেন হাক্কানী ক্রিকেট ক্লাবের অধিনায়ক ইমরান হোসেন। তার হাতে ক্রেস্ট তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল। উপহার সামগ্রী তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং সিজেকেএস সহ সভাপতি রাকিব হাসান।
দিনের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামা চিটাগাং ইউনাইটেড শুরুটা ভাল করতে না পারলে দ্বিতীয় উইকেটে আজম ইকবাল এবং জোবায়ের ইশতিয়াক মিলে যোগ করেন ৪১ রান। ইনজুরিতে পড়ে ১৭ রান করে অবসরে যার ইশতিয়াক। এরপর শুরু তাদের ব্যাটারদের আসা যাওয়ার পালা। শুরুতে আজম ইকবাল এবং শেষের দিকে ফজলে রাব্বি খান সাজ্জাদের দৃঢ়তায় শতরান পার হয় চিটাগাং ইউনাইটেডের। ১০১ রান করতে সক্ষম হয় দলটি। আজম ইকবারের ব্যাট থেকে আসে ২৮ রান। আর সাজ্জাদের ব্যাট থেকে আসে ২৩ রান। আগ্রাবাদ মাস্টার্সের পক্ষে হাসনাত আবিদ হোসেন সজিব ১৫ রানে নিয়েছেন ৪ উইকেট।
জবাবে ব্যাট করতে নামা আগ্রাবাদ মাস্টার্সের দুই ওপেনার ফারুক টিটু এবং আবদুল্লাহ আল মামুন শুরু থেকেই চড়াও হন চিটাগাং ইউনাইটেডের বোলারদের উপর। বিশেষ করে বেশি মারমুখি ছিলেন ফারুখ টিটু। মুলত তার তান্ডবে মাত্র ১০.২ ওভারে এক উইকেট হারিয়ে জয় তুলে নেয় আগ্রাবাদ মাস্টার্স। ফারুখ টিটু ফিরেন ৩৫ বলে ৫৯ রান করে। ৪টি চার এবং ৫টি ছক্কা মেরেছেন তিনি। ২৩ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন মামুন। ৫ বলে ১০ রান করে অপরাজিত ছিলেণ ইকরাম আনোয়ার। চিটাগাং ইউনাইটেডের পক্ষে একমাত্র উইকেটটি নিয়েছেণ শাকিল আবেদীন। ম্যাচ সেরা হয়েছেন আগ্রাবাদ মাস্টার্সের ফারুখ টিটু। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস অতিরিক্ত সাধারন সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম।
        











