আগ্রাবাদ মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও নবীন বরণ গত ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। পরিচালনা পরিষদের সভাপতি মো. অহিদ সিরাজ চৌধুরী (স্বপন) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এম. আবদুল লতিফ, এম.পি। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মনোয়ারা বেগম, গভর্নিং বডির সদস্য আফরোজা জহুর, সৈয়দ মফিজুর রহমান, রাফিউল কামাল চৌধুরী, আবুল কালাম আজাদ, রেহানা বেগম রানু, পরিতোষ কুমার বড়ুয়া এবং মো. দেলোয়ার হোসাইন।
অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন কলেজের সাহিত্য ও সহ–পাঠ্যক্রমিক কমিটির আহ্বায়ক সহকারি অধ্যাপক জয়নব আক্তার, নবীন বরণ ও সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক সহকারি অধ্যাপক ফাতেমা শর্মিন এবং অভ্যন্তরীণ ক্রীড়া কমিটির আহ্বায়ক সহকারি অধ্যাপক ড. শাহীন আক্তার।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সহকারি অধ্যাপক জয়নব আক্তার এবং সহকারী অধ্যাপক নাজমা হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ কৃষ্ণ কুমার দত্ত।