আগ্রাবাদ ভূমি অফিস থেকে রেকর্ডপত্র সংগ্রহ দুদক টিমের

ভুয়া খতিয়ানে সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২১ জুলাই, ২০২৫ at ৬:১২ পূর্বাহ্ণ

জমির শ্রেণী পরিবর্তন, জাল খতিয়ান ও ভুয়া ওয়ারিশ সনদ তৈরি করে সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগে নগরীর আগ্রাবাদ সার্কেল ভূমি অফিসে অভিযান চালিয়েছে দুদক। এসময় অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। গতকাল দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম১ এর সহকারী পরিচালক সাঈদ ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম১ এর উপপরিচালক সুবেল আহমেদ দৈনিক আজাদীকে বলেন, জমির শ্রেণি পরিবর্তন, জাল খতিয়ান ও ভুয়া ওয়ারিশ সনদ তৈরি করে সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগে আগ্রাবাদ ভূমি অফিসে অভিযান চালানো হয়েছে। এসময় ওই অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাকর্মচারীদের সাথে অভিযোগ বিষয়ে কথা বলা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। আরো রেকর্ডপত্র সংগ্রহ চলমান রয়েছে। সংগৃহীত রেকর্ডপত্রাদি পর্যালোচনা করে অভিযান পরিচালনাকারী এনফোর্সমেন্ট টিম অতি দ্রুত কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে।

আগ্রাবাদ সার্কেল ভূমি অফিসের এসিল্যান্ড তানভীর হাসান তুরান দৈনিক আজাদীকে বলেন, এক ব্যক্তি ২০১২ সালের একটি ভুয়া খতিয়ান দিয়ে রামপুর মৌজার ২৪ শতকের মূল্যবান পরিত্যক্ত সম্পত্তি গ্রাস করার অপচেষ্টা করছিলেন। কিন্তু আগ্রাবাদ ভূমি অফিসের বর্তমান কর্মকর্তাকর্মচারীদের বুদ্ধিমত্তায় সরকারি সম্পত্তি রক্ষা করা সম্ভব হয়েছে। বেহাত হওয়ার ঘটনা ঘটেনি। সরকারের কাছেই রয়েছে উক্ত সম্পদ। তিনি বলেন, দুদকের টিম এসেছিল। আমরা তাদেরকে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করেছি। তারা সন্তুষ্ট হয়েছেন। তিনি আরো বলেন, ২০১২ সালের পুরাতন ভুয়া খতিয়ানটি দেখে ভূমি অফিসের কর্মচারীদের সন্দেহ হলে তারা বিষয়টি আমাকে জানান। আমি তাৎক্ষণিক তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেই। কমিটির অনুসন্ধানে পুরো বিষয়টি গড়মিল হিসেবে ধরা পড়লে তা প্রতিবেদন আকারে জেলা প্রশাসক বরাবর প্রেরণ করি। সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসন সচেষ্ট বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধ৪ লাখ প্রিপেইড মিটারের মধ্যে এখনো বসেনি দেড় লাখ
পরবর্তী নিবন্ধহত্যা মামলা, আসামি ভবন মালিকসহ ৪ জন