আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের নতুন ফুটবল কমিটি গঠন করা হয়েছে। এতে আবদুর রাজ্জাক চৌধুরী মাসুদকে চেয়ারম্যান, নাজিম উদ্দীন সোহাগকে সম্পাদক ও মাযাহারুল নোমান খানকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট নতুন ফুটবল কমিটি গঠন করা হয়। এছাড়া মীর হোসেন প্রধান সমন্বয়কারী, জহিরউদ্দিন ম্যানেজার, তৌহিদুল ইসলাম সিদ্দিকী প্রশিক্ষক, আনিসুর রহমান মিরাজ গোলকিপার প্রশিক্ষক এর দায়িত্ব দেয়া হয়েছে। কমিটির সদস্যরা হলেন: মাশরুর আহম্মদ, লতিফুর রহমান আজিম, এইচ এম তৌহিদ, প্রদীপ দেব, হাফিজুর রহমান ভূট্টু, আশরাফ মাহমুদ, শহিদুল ইসলাম সুমন, ইমতিয়াজ উদ্দিন রনি, ওয়াসিম কামাল রাজা, ইউনুচ মনা, কাজী নাহিদ, মনজুর হাসান বিপ্লব, মশিউর রহমান রাজু, ইবরাহিম হোসেন লাবলু, হেলাল উদ্দিন, রাশেদ, আতিকুল রহমান সাকিল, রাশেদ রেজা, শপলু আজিম, নোমান রুবেল আহসান, সাদ হাসনাইন আহমদ, আহসান হাবিব, বোরহান উদ্দিন রিপন, আবু সাঈদ তারেক, ফজলে নোমান, সুফিয়ান ইতু, সামস তাবরেজ আনান, আবদুল্লাহ আল মামুন, সালাউদ্দিন সুজন, নেয়ামত উল্লাহ তৌহিদ। প্রেস বিজ্ঞপ্তি।