আগ্রাবাদ জাম্বুরী মাঠকে খেলার মাঠে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় সভা

| সোমবার , ৪ ডিসেম্বর, ২০২৩ at ৭:২৬ পূর্বাহ্ণ

আগ্রাবাদ জাম্বুরী মাঠ (বর্তমান কর্ণফুলী শিশু পার্ক) পুনরায় খেলার মাঠ হিসেবে ফিরে পাওয়ার লক্ষ্য গতকাল ২ ডিসেম্বর এক মতবিনিময় সভা আগ্রাবাদ বেপারী পাড়ায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু। মতবিনিময় সভায় আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের সাধারণ সম্পাদক আ..ম ওয়াহিদ দুলালের সঞ্চালনায় জাম্বুরী মাঠ পুনরায় ফিরে পাওয়ার লক্ষ্যে মাঠ পুনরুদ্ধার কমিটির আহ্বায়ক সাজিব বিকাশ বড়ুয়া টুটুল করণীয় সংক্রান্ত প্রস্তাবনা লিখিত আকারে সভায় উপস্থাপন করেন। সভায় উপস্থিত সবাই আলোচনায় অংশগ্রহণ করেন। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ক্লাব থেকে আগত কর্মকর্তা, ক্রীড়া সংগঠকবৃন্দ, এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব,সাবেক ক্রীড়াবিদ, শিক্ষক, সমাজসেবী, সংস্কৃতিক নেত্রীবৃন্দ ও এলাকার বিভিন্ন ক্লাবসমূহের প্রতিনিধিগণ সভায় উপস্থিত থেকে উক্ত দাবির সাথে সহমত পোষণ করেন। তারা পরামর্শ ও করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। আগামী কিছুদিনের মধ্যে বিশিষ্ট ব্যক্তিদের দিকনির্দেশনার আলোকে পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে মতবিনিময় সভায় জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই জোনের উদ্যোগে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধচুনতি ডটকম ম্যারাথন শুক্রবার