আগ্রাবাদ এক্সেস রোডে পিটুপি এক্সপেরিয়েন্স সেন্টারের যাত্রা শুরু

আন্তর্জাতিক মানের পণ্য ও সেবা পাবে নগরবাসী

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৮ জুন, ২০২১ at ৫:৫২ পূর্বাহ্ণ

দিন পাল্টাচ্ছে, পাল্টাচ্ছে জীবন মান। নাগরিক জীবনে ছোঁয়া লাগছে আভিজাত্যের। ঘর সাজানোর আসবাবপত্র থেকে শুরু করে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক ফিটিংস এবং বিল্ড ম্যাটেরিয়ালের সমন্বিত প্রতিষ্ঠান পিটুপি এক্সপেরিয়েন্স যাত্রা শুরু করেছে নগরীর আগ্রাবাদ এক্সেস রোডে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আন্তর্জাতিক মানের সুবিশাল এ ডিসপ্লে সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। শুরুতে ফিতা ও কেক কেটে ডিসপ্লে সেন্টার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন) জাফর আলম। অনুষ্ঠানে অতিথি ছিলেন বন্দর সচিব ওমর ফারুক, দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলার সহ-সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, কাউন্সিলর নাজমুল হক ডিউক, ফিনলে প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মোফাকখারুল ইসলাম খসরু, চট্টগ্রাম ডেকোরেশন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল আলম মিল্টন। এছাড়াও উপস্থিত ছিলেন পিটুপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোস্তফা আনোয়ারুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, পরিচালক আর্কিটেক্ট মেহেদী ইফতেখার, পরিচালক মোস্তফা আমিনুল ইসলাম, পরিচালক সেফা সাইকা, পরিচালক (ইঞ্জিনিয়ারিং এন্ড কনস্ট্রাকশন) নাজিম উদ্দিন খান, সিইও মোহাম্মদ ফাহিম, পরিচালক আর্কিটেক্ট রতন মন্ডল, হেড অব বিজনেস নাজমুল বিন রুবায়েত, জেনারেল ম্যানেজার মো. ইউসুফ নিজাম। অনুষ্ঠানে নগরীর বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিল্ডিং ম্যাটেরিয়াল থেকে শুরু ঘর সাজানোর সব ধরনের ফার্নিচার, লাইটিং, বাড়ি বা অফিস ডেকোরেশনের অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের সব ধরনের সামগ্রী নিয়ে সাজানো হয়েছে প্রায় সাড়ে ৪ হাজার বর্গফুটের দ্বিতল এ শো-রুমটি। অনুষ্ঠানে আসা অতিথিরা পুরো ডিসপ্লে সেন্টারটি ঘুরে দেখে নানা পণ্যের মান ও ডিজাইনের প্রশংসা করেন। অনুষ্ঠানে বেশ কয়েকজন গ্রাহক তাদের পছন্দের আসবাবপত্র বুকিং দেন।
পিটুপি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী বলেন, শুরু থেকেই পিটুপি ডিজাইন বিল্ড ম্যাটেরিয়াল ও ফার্নিচারের সমন্বিত সব কিছু নিয়েই কাজ করছে। একটি বাড়ি নির্মাণের ডিজাইন থেকে শুরু করে, নির্মাণ, সব ধরনের বিল্ডিং ম্যাটেরিয়ালস, রড, সিমেন্ট. পাথর. ফার্নিচারসহ আধুনিক ও অভিজাত জীবনযাত্রার পরিপূর্ণ সবকিছুই রয়েছে পিটুপি এক্সপেরিয়েন্স সেন্টারে। এ সেন্টারে একই ছাদের নিচেই মিলবে আধুনিক লাইফ স্টাইলের সব কিছুই। এছাড়া প্রতিটি পণ্যের গুণগত মানের সর্বোচ্চ সুরক্ষা, বিক্রয় ও বিক্রয়োত্তর সেবার জন্য পিটুপি’র রয়েছে দক্ষ প্রকৌশল ও টেকনিক্যাল টিম। পিটুপি এক্সপেরিয়েন্স সেন্টারের মাধ্যমে আন্তর্জাতিক মানের পণ্য ও সেবা পাবে চট্টগ্রাম নগরবাসী।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় একমঞ্চে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ, তৃণমূলে স্বস্তি
পরবর্তী নিবন্ধতিনি আর বিপিসিতে আসবেন না