আগুনের ঘটনা নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

উখিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ মার্চ, ২০২১ at ৬:৫৩ পূর্বাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের পেছনে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া কর্তব্যে অবহেলা বা দুরভিসন্ধি থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে উখিয়ার বালুখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্যাম্পে আগুনের ঘটনা নাশকতা কিনা তা উড়িয়ে দেয়া যায় না। তাই পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এজন্য ইতোমধ্যে ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে বলা যাবে ঘটনাটি কিভাবে ঘটেছে।
মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মধ্যে যারা আগুনে ঘর-বাড়ি হারিয়েছেন তাদের ভাসানচরে নেয়ার পরিকল্পনা সরকারের নেই। তবে স্বেচ্ছায় কেউ যেতে চাইলে তাদের সেখানে পাঠানো হবে। কাউকে জোর-জবরদস্তি করা হবে না। গতকাল দুপুর পৌনে ২টার দিকে মন্ত্রী হেলিকপ্টারযোগে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন। ক্যাম্প এঙটেনশন-৪ এর হেলিপ্যাডে অবতরণের পর তিনি ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এসময় র‌্যাবের তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্তদের মাঝে পোশাক বিতরণ করা হয়। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী আগুনে পুড়ে যাওয়া এপিবিএন পুলিশের একটি ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি বেশ কয়েকজন নারী পুলিশ সদস্যের সাথে কথা বলেন।
ক্যাম্প পরিদর্শনের সময় মন্ত্রীর সাথে ছিলেন কঙবাজার সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, কঙবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ, জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান, এপিবিএন পুলিশ সুপার তারিকুল ইসলাম, উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ ও উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাম্মদ সনজুর মোরশেদ প্রমুখ।
আজ বৃহস্পতিবার বিকালের মধ্যে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত আনা হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত স্থানীয়দের ক্ষতিপূরণের বিষয়টিও সরকার বিবেচনা করছে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।

পূর্ববর্তী নিবন্ধরোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট বাংলাদেশে আসছেন আজ
পরবর্তী নিবন্ধনিউজপ্রিন্টে আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি নোয়াবের