আগুনে সবকিছু হারিয়ে খোলা আকাশের নিচে পেকুয়ার ৩ পরিবার

পেকুয়া প্রতিনিধি | সোমবার , ১৩ ডিসেম্বর, ২০২১ at ৯:১৭ অপরাহ্ণ

পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হতদরিদ্র তিন সহোদরের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

আজ সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মেহেরনামা পুরাতন বাঘগুজারা গ্রামে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হলো একই এলাকার মৃত আবুল আহম্মদের ছেলে মৃত হাকিম আলী, মোহাম্মাদ নুরুচ্ছফা ও নুরুল আমিনের।

এই ঘটনায় বসতবাড়ি ছাড়াও গবাদি পশু, হাঁস, মুরগী পুড়ে যাওয়ায় ৩০ লক্ষ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইউপি সদস্য শাহেদুল ইসলাম।

পরিবারের বরাত দিয়ে ইউপি সদস্য শাহেদুল ইসলাম আরো জানান, সকালে ৩ পরিবারের লোকজন এক কিলোমিটার দূরে ক্ষেতের কাজ করতে চলে যায়। এরই মাঝে সকাল ৯টার দিকে নুরুল আমিনের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে।

পেকুয়া ফায়ার সার্ভিস সূত্র জানায়, ক্ষতিগ্রস্তদের ভাষ্য অনুযায়ী আগুনে পুড়ে তিন বসতবাড়ি ও গবাদিপশু, হাঁস, মুরগী ও মালামাল সহ ৩০ লক্ষ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত বাড়ির লোকজন জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পেকুয়া থেকে দমকল কর্মীরা এলেও তার আগেই তাদের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের অপর সহোদর শিক্ষক হাফেজ নুর মোহাম্মদ বলেন, “সকালে সবাই খাওয়া-দাওয়া সেরে পার্শ্ববর্তী ক্ষেতে কাজ করতে যায়। এরই মধ্যে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে ৩টি বাড়ির সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। এমনকি বাড়ির সাথে লাগোয়া গোয়ালঘরের গরু, হাঁস, মুরগী সহ পুড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়।”

এদিকে, অগ্নিকাণ্ডের পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জরুরি ত্রাণ ও শীতবস্ত্র প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক মহোদয়ের কাছে তাদের জন্য আর্থিক সাহায্যের আবেদন করা হয়েছে। কয়েকদিনের মধ্যে তাদের জন্য খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হবে।”

পূর্ববর্তী নিবন্ধওমিক্রনে প্রথম মৃত্যু যুক্তরাজ্যে
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় স্বামীর পরকীয়ায় গৃহবধূ খুনের অভিযোগ