বাঁশখালী শীলকূপ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মাইজপাড়া এলাকায় আব্দুল মোমেনের বাড়িতে গত বুধবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মোমেনের মালয়েশিয়া যাওয়ার জন্য নেওয়া ঋণের ৮০ হাজার টাকাসহ আত্মীয়স্বজন থেকে ধার করে নেওয়া মিলে ২লক্ষ ৬০ হাজার টাকা সহ বাড়ির ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায় বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
এ ব্যাপারে আব্দুল মোমেন জানান, বুধবার গভীর রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ দেখি আগুনে জ্বলছে বসতঘরের মালামাল। আমি ছোট বাচ্চাকে নিয়ে কোন রকমে বেরিয়ে পড়ি। ততক্ষণে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে আমার মালয়েশিয়া যাওয়ার জন্য নেওয়া ঋণের ৮০ হাজার,ও আত্মীয়স্বজন থেকে ধার নেওয়া মোট ২লক্ষ ৬০ হাজার নগদ টাকা পুড়ে যায়।
বিদ্য্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান তারা। বাঁশখালী ফায়ার সার্ভিসের সদস্যরা এসে রাত প্রায় ২টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আমার নগদ টাকা, পাসপোর্ট, ফ্রিজসহ বসতঘরের সর্বস্ব পুড়ে যায়।
বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আযাদুল ইসলাম জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুতই ঘটনাস্থালে পৌঁছে দীর্ঘ ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। না হয় আরো বেশি ক্ষতি হতো বলে তিনি জানান ।










