শহর সমাজসেবা কার্যালয়–১ এর উদ্যোগে গতকাল বুধবার ছাত্র জনতার অভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশকে এগিয়ে নেয়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে দিনব্যাপী তারুণ্যের উৎসব উদযাপিত হয়। দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থী ও সুবিধাভোগীদের নিয়ে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল –কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্পর্কে ওরিয়েন্টেশন, সুবিধাভোগী তরুণ–তরুণীদের ৪র্থ শিল্প বিপ্লবভিত্তিক উদ্যোক্তা তৈরিতে জব ফেয়ার আয়োজন, সমন্বয় পরিষদ ও নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, ভালো উদ্যোক্তা তৈরিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজসেবা অফিসার মুহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ ওয়াহিদুল আলম, সহকারী পরিচালক উর্বশী দেওয়ান, সমন্বয় পরিষদ এবং মা ও শিশু হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মো. মোরশেদ হোসেন, সমন্বয় পরিষদের সহ সভাপতি নুর জাহান খান, হাফেজ মোহাম্মদ আমান উল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, কোষাধ্যক্ষ মো. জাহাঙ্গীর মোস্তফা প্রমুখ। সভায় বক্তারা বলেন, তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুব গুরুত্বপূর্ণ। আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।