জুলাই গণঅভ্যুত্থানে সরকার পতন আন্দোলনের বর্ষপূর্তি উপলক্ষে পটিয়া দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার নেতৃত্বে এক বিশাল বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বায়তুশ শরফ মাঠে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার চেয়ারম্যান, সাইফুদ্দিন সালাম মিঠু, জেলার সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. ইব্রাহিম, জাহাঙ্গীর কবির, এস এম সুমন, পটিয়া বিএনপি নেতা মফজল চেয়ারম্যান, জমির উদ্দিন, জিল্লুর রহমান, আবু জাফর চৌধুরী, হারুন চৌধুরী, মনির আহমদ সেলিম, একে এম জসিম উদ্দিন, নাছির উদ্দীন, নুরুল আমিন মধু, আমির হোসেন, বশর সওদাগর, সোলাইমান বাদল, এডভোকেট ফোরকান, আবুল কালাম, আবছার উদ্দীন, সোহেল সেলিম মাস্টার, জাফরুল ইসলাম, ফরিদ আহমদ প্রমুখ।
সমাবেশে ইদ্রিস মিয়া বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামীতে তারেক জিয়ার নেতৃত্বে দেশে গঠিত হবে সত্যিকারের গণতান্ত্রিক সরকার। এক্ষেত্রে দলের নেতাকর্মী সকলকে ঐক্যবদ্ধ থেকে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।