আগামীকাল পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)

স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে জুলুসের অনুমতি

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২০ at ১০:২৭ পূর্বাহ্ণ

আগামীকাল (শুক্রবার) ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উপলক্ষে কাল সকাল ৮টায় ষোলশহর আলমগীর খানকাহ্‌-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে সীমিত আকারে জশ্‌নে জুলুস বের হবে। এর আগে করোনা পরিস্থিতির কারণে প্রশাসনের অনুমতি না মেলায় আন্‌জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পক্ষ থেকে এবার জশনে জুলুস উদযাপন না করার সিদ্ধান্ত জানানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত স্বাস্থ্যবিধি যথাযথভাবে পালনের শর্তে জশনে জুলুস উদযাপনের অনুমতি দেয়া হয়েছে।
জুলুসটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্‌রাসা মাঠে ফিরে আসবে। সেখানে ঈদে মিলাদুন্নবী (দ.) এর তাৎপর্য ও শিক্ষা বিষয়ক আলোচনা সভায় ওলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদগণ বক্তব্য রাখবেন। এছাড়া যথাসময়ে সেখানে জুমার নামাজ, মিলাদ-কিয়াম এবং বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সুস্থ্যতা ও শান্তি কামনায় মুনাজাত করা হবে।
অন্যান্যবার বর্ণাঢ্য আয়োজনে জশনে জুলুস উদযাপন করা হলেও এবার করোনা পরিস্থিতিতে তা সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পালনের সিদ্ধান্ত নিয়েছে আন্‌জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। জুলুসে আগতদের যথাযথ শান্তি-শৃঙ্খলা বজায় এবং আনজুমান ও গাউসিয়া কমিটির নির্দেশনা মেনে চলার আহবান জানিয়েছেন ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন।
গতকাল বুধবার গণমাধ্যমকে জুলুস বের করার বিষয়টি নিশ্চিত করে গাউসিয়া কমিটি বাংলাদেশের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ শাখা থেকে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে জুলুস আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা মাস্ক না পরলে কাউকে জুলুসে অংশ নিতে কিংবা আলমগীর খানকাহ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা মাঠ এলাকায় ঢুকতে দিব না। পাশাপাশি মাদ্রাসা মাঠ, খানকাহ, আশপাশের সব সড়কে জীবাণুনাশক পানি ছিটানো হবে। এছাড়া যেহেতু সংক্ষিপ্ত সময়ের মধ্যে জুলুস করার অনুমতি পাওয়া গেছে তাই অন্যান্যবারের মতো লাখো লোকের সমাগম হবে না। যারা জুলুসে আসবেন তাদের বিতরণের জন্য আমরা ভক্ত আশেকদের বেশি বেশি মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার আনার জন্য অনুরোধ জানিয়েছি। আন্‌জুমান ও গাউসিয়া কমিটিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগেও মাস্ক বিতরণের ব্যবস্থা থাকবে।
এদিকে গতকাল বাদ মাগরিব আলমগীর খানকায় পবিত্র গেয়ারভী শরীফ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আজ বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে গাউসিয়া কমিটির উদ্যোগে দাওয়াতে খায়র কনভেনশন-২০২০ এবং ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে শীর্ষস্থানীয় আলেমগণের বিষয়ভিত্তিক আলোচনা, হামদ ও না’তে রাসূল (দ.) কর্মসূচি পালিত হবে।

পূর্ববর্তী নিবন্ধদৃষ্টিনন্দন এলাকা এখন জঞ্জাল
পরবর্তী নিবন্ধ৬০ হাজার কোটি টাকা ব্যয়, তবুও নেই গতি