আগামী ২ অক্টোবর বুধবার বলয়গ্রাস সূর্য গ্রহণ ঘটবে। গত বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ স্থানীয় সময় রাত ৯টা ৪৩ মিনিট ৬ সেকেন্ডে গ্রহণটি শুরু হবে এবং গ্রহণ শেষ রাত ৩টা ১৬ মিনিট ৫৪ সেকেন্ডে। খবর বাসসের।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না। তবে পলিনেশিয়া, মেক্সিকো, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা এবং জর্জিয়া অঞ্চলে সূর্যগ্রহণটি দৃশ্যমান হবে।
        











