আগামী ১০ মে ‘তারুণ্যের সমাবেশ’ সফল করার লক্ষ্যে কোতোয়ালীতে স্বাগত মিছিল

| বুধবার , ৭ মে, ২০২৫ at ৯:৫২ অপরাহ্ণ

আগামী ১০ মে ‘‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’’ সফল করার লক্ষ্যে কোতোয়ালী থানাধীন ওয়ার্ডসমূহের উদ্যোগে অদ্য ৭ মে বিকেল ৫টায় নগরীর কাজীর দেউরীস্থ দলীয় কার্যালয়ের সম্মুখে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপি’র শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হেলাল চৌধুরী।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর ছাত্রদলের সাবেক সহ—সভাপতি নুরুল আলম, দেওয়ানবাজার ওয়ার্ড বিএনপি’র সভাপতি খন্দকার নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, নগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, নগর বিএনপির নেতা এরশাদ উল্লাহ কোরাইশী, অ্যাডভোকেট তারেক আহমেদ, মোঃ মজিব, জসিম উদ্দিন খান, মোহাম্মদ শাহাদাত হোসেন, নুরুল আলম মজনু, মোঃ শমসের, রবিউল আলম রবি, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ ফয়জুল্লাহ প্রমুখ।

বক্তাগণ বলেন, তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সবার একসাথে কাজ করা প্রয়োজন। আগামী ১০ মে এর ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ কে সফল করার লক্ষ্যে প্রত্যেক ওয়ার্ড থেকে মিছিল সহকারে অংশগ্রহণ করার জন্য নেতাকমীর্দের প্রতি আহ্বান জানান হয়। সভা শেষে এক স্বাগত মিছিল কাজীর দেউরী, লাভ লেইন হয়ে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম আদালত থেকে পালানো আরেক আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকক্সবাজারে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাঙ্গুনিয়ার তরুণ