আগামী ভোটে জনগণকে সচেতন সিদ্ধান্ত নিতে হবে

বাদুরতলায় পথসভায় অধ্যক্ষ হেলালী

| মঙ্গলবার , ২০ জানুয়ারি, ২০২৬ at ১১:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১০ আসনের প্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী আইনের শাসন প্রতিষ্ঠা ও তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, হাদির খুনিদের বিচার নিশ্চিত করতে এবং দেশে ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে আগামী ভোটে জনগণকে সচেতন সিদ্ধান্ত নিতে হবে।

গতকাল সোমবার বাদুরতলা এলাকায় ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গণসংযোগ কর্মসূচিতে সভাপতিত্ব করেন শ্রমজীবী ওয়ার্ডের সভাপতি হাফেজ তৌহিদ হোসাইন। উপস্থিত ছিলেন বহদ্দারহাট সাংগঠনিক ওয়ার্ডের সেক্রেটারি গিয়াস উদ্দিন তালুকদার, আবু তাহের, নুরুল আমিন, জাফর আহমদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপলোগ্রাউন্ডে সমাবেশ সফল করার আহ্বান
পরবর্তী নিবন্ধডায়মন্ড সিমেন্ট লিমিটেডের বার্ষিক সেলস কনফারেন্স