আগামী নির্বাচনকে ঘিরে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না

বিজয় দিবসের সভায় ভূমিমন্ত্রী

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ১৮ ডিসেম্বর, ২০২২ at ৬:০২ পূর্বাহ্ণ

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, পৃথিবীতে খুব কম দেশই আছে যেখানে রক্ত দিয়ে মাতৃভূমি স্বাধীন হয়েছে। এ জন্য আমি গর্বিত। তবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীনতা বিরোধী চক্রসহ দেশি-বিদেশি ষড়যন্ত্রে জাতির জনককে সপরিবারে হত্যা করে স্বাধীতাকে হত্যা করতে চেয়েছিল। আল্লাহর অশেষ রহমত দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসেন। তার আগে স্বাধীনতা বিরোধী চক্র পাঠ্য বইয়ের মাধ্যমে স্বাধীনতা বিরোধী অপপ্রচার চালানো হয়।

শুধু তাই নয়, অতি দুঃখজনক বিষয় হল বিএনপি আবার নতুন ষড়যন্ত্রে মেতেছে। চার বছর সরকার থেকে সুবিধা নিয়ে তাদের এমপিরা ১০ তারিখ সংসদ থেকে পদত্যাগ করে- এটিও ষড়যন্ত্রের অংশ। আমরা মাঠে থাকবো, তারা থাকবে ঘরে। আমরা তাদের সাবধান করে দিচ্ছি- আগামী নির্বাচনকে ঘিরে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না। তাদের মাঠেই প্রতিহত করা হবে। আওয়ামী লীগ স্বাধীনতা শক্তির দল, আমাদের সাথে কোনো আন্দোলন-সংগ্রামে টিকে থাকতে পারবে না তারা। কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাফকো সিবিএর সভাপতি জসিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও কাফকো সিবিএর সাংগঠনিক সম্পাদক মো. মহসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিফ অপারেশন অফিসার মোহাম্মদ আমির খুররম, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন কাফকো সিবিএর সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি সুগ্রীব মজুমদার দোলন, ইউপি চেয়ারম্যানদের মধ্যে নোয়াব আলী, আমিন শরীফ, এম এ কাইয়ুম শাহ, অসীম কুমার দেব, কলিম উদ্দিন প্রমুখ।

ভূমিমন্ত্রী আরও বলেন, বিএনপির শাসন আমলে বাঁশখালীতে ১১ জনকে পুড়িয়ে হত্যা, চন্দনাইশ ও আনোয়ারাসহ চট্টগ্রামে ধ্বংসাত্মক রাজনীতি সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল। আজ শেখ হাসিনার সরকার বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশ আজ অনেক এগিয়ে গেছে। তবু সরকারের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ হচ্ছে না। স্যোশাল মিডিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ব্যাংক নিয়ে ভুল তথ্য দেওয়া হচ্ছে। ব্যাংকে কোনো রিজার্ভ সংকট নেই।

বাংলাদেশে একজন আমানতকারীও তারা দেখাতে পারবে না যারা ব্যাংকে তার আমানত পায়নি। আগামী ২০২৪ সালের জানুয়ারি যে নির্বাচন হবে এ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার সরকারকে আবারো দেশবাসী বিপুল ভোটে নির্বাচিত করবে ইনশাল্লাহ। তারা কাকে দিয়ে রাষ্ট্র চালাবে? বেগম জিয়া অসুস্থ, তারেক জিয়া লন্ডন থেকে এসে দেশ চালাবে? ডাকাতের কাছে কি দেশ নিরাপদ? তার এ স্বপ্ন কখনো পূরণ হবে না।

পূর্ববর্তী নিবন্ধদেশের গানচিত্রে সাবেরী আলম
পরবর্তী নিবন্ধরাইড শেয়ারিং করতে গিয়ে জোভানের তিন প্রেম!