আগরবাতি থেকে গ্যাস লাইনে আগুন, নারায়ণগঞ্জে দগ্ধ ৪

| রবিবার , ১৬ জুলাই, ২০২৩ at ৫:৫১ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আগরবাতি থেকে গ্যাস লাইনের লিকেজে লাগা আগুনে চারজন দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোড এলাকার ইয়াজ উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানান রূপগঞ্জ থানার এসআই আবদুস সোবহান।

দগ্ধরা হলেন মো. জুম্মান (৩০), মো. মিরাজ (২৩), মো. কবির (৪০) এবং মো. সেমিন (২২)। খবর বিডিনিউজের।

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম জানান, জুম্মনের শরীরের ২০ শতাংশ পুড়ে গেছে। তাকে ভর্তি রাখা হয়েছে। বাকিদের ৪ থেকে ৫ শতাংশ পুড়েছে। তাদের ভর্তি রাখা হয়নি। কিছুক্ষণ পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ওই বাড়ির মালিক মারা গেছেন। তার শেষকৃত্যের প্রস্তুতি চলছিল। এ সময় আগরবাতি জ্বালানোর পর পাশে থাকা গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে চারজন দগ্ধ হয়েছেন।

রূপগঞ্জ থানার এসআই আব্দুস সোবহান বলেন, আগরবাতি ধরিয়ে ইয়াজ উদ্দিনের মরদেহের পাশে রাখা ছিল। তার পাশে ছিল গ্যাসের লাইন। সেই লাইনে লিকেজ থাকায় আগুন ধরে যায়। তখন পাশে থাকা একজন বেশি দগ্ধ হন। বাকিরা আগুন নেভাতে গিয়ে সামান্য দগ্ধ হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধক্যাম্পে পাহাড় ধস, শিশুসহ পাঁচ রোহিঙ্গা আহত
পরবর্তী নিবন্ধইবি ছাত্রলীগ নেত্রীসহ পাঁচ শিক্ষার্থী বহিষ্কার