আগমনীর সুর

জয়দীপ মুখার্জী | বুধবার , ২৯ সেপ্টেম্বর, ২০২১ at ৫:১৩ পূর্বাহ্ণ

(৩১,৩০০)

বর্ষা গেল, শরৎ এলো
এলো খুশির মেলা,
কাশের বনে লেগেছে আজ
আনন্দেরই দোলা।

ঢাকীর হাতে উঠল বেজে
আগমনীর সুর,
মা আসছেন বাপের বাড়ি
সঙ্গে মহিষাসুর।

পূর্ববর্তী নিবন্ধশরতে
পরবর্তী নিবন্ধনিয়ম মানি