আগমনীর সুর জয়দীপ মুখার্জী | বুধবার , ২৯ সেপ্টেম্বর, ২০২১ at ৫:১৩ পূর্বাহ্ণ (৩১,৩০০) বর্ষা গেল, শরৎ এলো এলো খুশির মেলা, কাশের বনে লেগেছে আজ আনন্দেরই দোলা। ঢাকীর হাতে উঠল বেজে আগমনীর সুর, মা আসছেন বাপের বাড়ি সঙ্গে মহিষাসুর।