আকাশযুদ্ধকে নতুন মাত্রা দিল তুরস্ক! এই প্রথম বার চালকবিহীন জেট–ইঞ্জিন–চালিত ফাইটার ড্রোন দিয়ে এয়ার টু এয়ার মিসাইল নিক্ষেপ করে উড়ন্ত লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম হল ইউরোপের মুসলিম দেশটি। ড্রোনযুদ্ধের ইতিহাসে এই প্রথম এমন কৃতিত্ব অর্জনে সক্ষম হল কোনো দেশ। তুরস্কের সরকারি বিবৃতিতে বলা হয়েছে, চালকবিহীন যুদ্ধবিমান কিজিলেলমা থেকে ছোড়া এয়ার টু এয়ার মিসাইল নিখুঁত লক্ষ্যে জেট–ইঞ্জিন–চালিত লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম হয়েছে। পরীক্ষার সময় নজরদারির জন্য ব্যবহার করা হয় এফ–১৫ যুদ্ধবিমান।
ফাইটার ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে উড়ন্ত কোনো যুদ্ধ বিমানকে নিশানা করে হামলার সফল পরীক্ষার ঘটনা ইতিহাসে এই প্রথম। যদিও এই পরীক্ষা সম্পর্কে বিশদ তথ্য দেয়নি তুরস্কের সরকার। তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, উপকূলীয় সিনোপ ফায়ারিং রেঞ্জে এই পরীক্ষায় তুরস্কে নির্মিত গোকডোগান ‘এয়ার–টু–এয়ার’ ক্ষেপণাস্ত্র এবং মুরাদ আইসা রাডার ব্যবহার করা হয়েছে। সেগুলি তুরস্কেরই দেশীয় প্রযুক্তিতে তৈরি।











